Diwali Exact Date: ২০ না ২১ অক্টোবর কবে দীপাবলি? মা লক্ষ্মীর পুজোর শুভ সময় জানুন

দিওয়ালি বা দীপাবলি ঠিক কবে পালন করা হবে, এই নিয়ে প্রত্যেক বছরই বিভ্রান্তির সৃষ্টি হয়। কারণ অনেক সময়ই দিওয়ালি ও কালীপুজো আলাদা তারিখে পালন করা হয়। তাই আলোর উৎসব এই দিওয়ালি বা দীপাবলি ঠিক কবে পালন করা হবে এই নিয়ে আলোকপাত করেছেন কাশী বিদ্যা পরিষদ।

Advertisement
২০ না ২১ অক্টোবর কবে দীপাবলি? মা লক্ষ্মীর পুজোর শুভ সময় জানুন দিওয়ালি ২০২৫ কবে?
হাইলাইটস
  • দিওয়ালি বা দীপাবলি ঠিক কবে পালন করা হবে, এই নিয়ে প্রত্যেক বছরই বিভ্রান্তির সৃষ্টি হয়।

দিওয়ালি বা দীপাবলি ঠিক কবে পালন করা হবে, এই নিয়ে প্রত্যেক বছরই বিভ্রান্তির সৃষ্টি হয়। কারণ অনেক সময়ই দিওয়ালি ও কালীপুজো আলাদা তারিখে পালন করা হয়। তাই আলোর উৎসব এই দিওয়ালি বা দীপাবলি ঠিক কবে পালন করা হবে এই নিয়ে আলোকপাত করেছেন কাশী বিদ্যা পরিষদ। তারা জানিয়েছেন ২০ অক্টোবর, সোমবার দিওয়ালি বা দীপাবলি পালন করা হবে। আর ওইদিনই বাঙালিদের কালীপুজো উদযাপন করা হবে। 

কবে দীপাবলি
আসলে কার্তিক মাসের অমাবস্য তিথি শুরু হচ্ছে ২০ অক্টোবর দুপুর ৩টে ৪৪ মিনিট থেকে এবং যা চলবে ২১ অক্টোবর বিকেল ৫টা ৫৪ মিনিট পর্যন্ত। আর যে কারণে দিওয়ালি ঠিক কবে পালন করা উচিত, তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে এই বছর ২০ অক্টোবরই দিওয়ালি পালন করা হবে। আসলে অমাবস্যা তিথি শুরু হচ্ছে ২০ অক্টোবর থেকে আর শেষ হচ্ছে ২১ অক্টোবরে। অমাবস্যা তিথি দুদিন ধরে চললেও, লক্ষ্মী পুজোর শুভ মুহূর্ত ২০ অক্টোবর রয়েছে। কথিত আছে, এইদিন ভগবান রাম দুষ্টের দমন করে অযোধ্যায় ফিরেছিলেন। 

লক্ষ্মীপুজোর জন্য কবে শুভদিন
বারাণসীর পণ্ডিত ও আধ্যাত্মিকতার পীঠ কাশী পরিষদের পক্ষ থেকে দিওয়ালি বা দীপাবলী ঠিক কবে পড়েছে, তা নিয়ে আলোকপাত করেছে। তারা জানিয়েছে যে একাধিক পণ্ডিতদের সঙ্গে আলোচনা করা পরিষদ এই সিদ্ধান্তে এসেছে যে পূর্ণ প্রদোষ কাল (সন্ধ্যাকাল) ২০ অক্টোবর পড়ছে, যা লক্ষ্মীপুজোর জন্য সবচেয়ে শুভদিন, বলে জানিয়েছেন পরিষদের অধ্যাপক রামনারায়ণ দ্বিবেদী। 

দেশজুড়ে কবে পালন
দৃক পঞ্চাঙ্গ অনুসারে, যদি অমাবস্যা তিথি ২১ অক্টোবর পর্যন্ত থাকে, তাহলেও পূর্ণ প্রদোষ কাল, যা ২০ অক্টোবর পড়ছে, সেটাই মা লক্ষ্মীর পুজোর জন্য অনুকূল। তাই এইদিনই দেশজুড়ে দিওয়ালি উদযাপন করা হবে। 

দীপাবলির তাৎপর্য
দীপাবলির মূল তাৎপর্য হল অন্ধকারের উপর আলোর এবং মন্দের উপর ভালোর বিজয়। এই উৎসবটি ধর্মীয়ভাবে 'আলোর উৎসব' হিসেবে পালিত হয়, যা সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী লক্ষ্মী-কে স্বাগত জানানোর প্রতীক। এটি মূলত রামের রাবণকে পরাজিত করে সীতা ও লক্ষ্মণের সঙ্গে অযোধ্যায় ফিরে আসার এবং ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে এই বিজয় উদযাপন করার স্মৃতি বহন করে। এছাড়া, দীপাবলি পারিবারিক বন্ধন এবং ইতিবাচকতা ছড়িয়ে দেওয়ার একটি উপলক্ষ।  
 

Advertisement

POST A COMMENT
Advertisement