মা কামাখ্যার বার্ষিক ঋতুচক্রকে স্মরণ করে প্রতিবার অম্বুবাচী পালন করা হয়। অম্বুবাচী প্রবৃত্তি অনুষ্ঠানও হয়। রবিবার এই অনুষ্ঠানের পর মন্দিরের প্রধান দরজা বন্ধ করে দেওয়া হয়। ২৬ জুন ফের খোলা হবে। গুয়াহাটির এই মন্দিরে প্রতিবারের মতো এবারও বহু বাঙালি গিয়েছেন।