scorecardresearch
 
Advertisement

Bankura Gajan Mela: বাঁকুড়ার জগন্নাথপুরে পালিত হচ্ছে ৬০০ বছরের রত্নেশ্বরের গাজন উৎসব

Bankura Gajan Mela: বাঁকুড়ার জগন্নাথপুরে পালিত হচ্ছে ৬০০ বছরের রত্নেশ্বরের গাজন উৎসব

বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের গদারডিহি গ্রাম পঞ্চায়েতে জগন্নাথপুর গ্রাম। এই গ্রামে আছে রত্নেশ্বর শিব। প্রায় ৬০০ বছর হয়ে গেছে এই মন্দির। প্রতিবছরই গাজন উৎসব পালিত হয় এখানে। সাতদিন ধরে চলে মেলা। গাজন উপলক্ষ্যে এই মেলায় প্রচুর মানুষ আসেন। মেলাকে কেন্দ্র করে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Bankura Gajan Mela, know the ancient history

Advertisement