Advertisement

Jagannath Rathayatra: রথযাত্রার আগে জগন্নাথদেব সুস্থ হচ্ছেন, প্রথা মেনে হল অভিষেক

প্রথামত স্নান যাত্রার পর জগন্নাথ দেব অসুস্থ হন। তিনি ১৬ দিন অসুস্থ থাকেন। সেই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে। ভক্তরা জগন্নাথ দেবের দর্শন পান না সেই সময়। পুরীর মতো উত্তরপ্রদেশের বৃন্দাবনেও জগন্নাথ দেবের মন্দিরে এই প্রথা মেনে চলা হয়। এটাও বিশ্বাস করা হয় যে ভগবান জগন্নাথ মানব রূপে পুরী মন্দিরে অবস্থান করেন। আর সেই কারণেই প্রভুকেও মানুষের আইন মেনে চলতে হবে। তাই তাঁকেও তাঁর ভক্তদের মতোই কষ্ট সহ্য করতে হয়। ১৬ দিন পর স্বাস্থ্যের উন্নতি হলে, তাদে দুধ ও দই দিয়ে অভিষেক করা হয়। এর পরই মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়।

Advertisement
POST A COMMENT