Advertisement

Durga Puja 2024: 'নিঃশব্দ' বাবাদের কুর্নিশ জানিয়ে বিশেষ থিম বেলেঘাটা গান্ধী ময়দান ফ্রেন্ডস সার্কেলের

এই বছর বেলেঘাটা গান্ধী ময়দান ফ্রেন্ডস সার্কেল দুর্গাপুজোর থিম 'বাবারা এমনই নিঃশব্দ'। থিমের মাধ্যমে বাবাদের জীবনের অব্যক্ত ত্যাগ এবং সংসারের প্রতি তাদের নীরব দায়িত্ববোধ ফুটিয়ে তোলা হয়েছে। উদ্যোক্তারা বলছেন, 'বাবারা আমাদের জীবনের মেরুদণ্ড, যারা ছায়ার মতো সব দায়িত্ব পালন করেন, তবু নীরবে সব কিছু সামলান।' পুজোর থিমের আসল বার্তা তুলে ধরা হয়েছে অসাধারণ শিল্পকর্মের মাধ্যমে। এই থিম আপনার কেমন লাগল ?

Advertisement
POST A COMMENT