Advertisement

Buddha Purnima 2023: বুদ্ধ পূর্ণিমার শুভ মুহূর্ত ও যোগ কখন, জানুন

বৈশাখের পূর্ণিমায় বুদ্ধ পূর্ণিমা উৎসব পালিত হয়। এবার বুদ্ধ পূর্ণিমা ৫ মে ২০২৩ তারিখে। এবার গৌতম বুদ্ধের ২৫৮৫তম জন্মজয়ন্তী। গৌতম বুদ্ধের জন্মদিনে তাঁর ভক্তরা শোভাযাত্রা, ভজন, দান, পূজা করে থাকেন। এই বছর বুদ্ধ পূর্ণিমাকে অত্যন্ত বিশেষ হিসাবে বিবেচনা করা হচ্ছে কারণ এই দিনে কিছু বিশেষ যোগের সংযোগের  ঘটনা রয়েছে যা এই দিনের গুরুত্বকে দ্বিগুণ করে দিচ্ছে। কূর্ম জয়ন্তীও এই দিনে পালিত হয়। পুরাণ অনুসারে, শ্রী হরিকে বিষ্ণুর নবম অবতার হিসাবে বর্ণনা করা হয়েছে, আসুন জেনে নেওয়া যাক বুদ্ধ পূর্ণিমার শুভ যোগ, শুভ সময় এবং প্রতিকার।

Advertisement
POST A COMMENT