Advertisement

Christmas এ হনুমান চালিশা! গির্জার সামনে রাস্তায় বসে, VIRAL VIDEO

বরেলিতে আজব বড়দিন। যিশুর জন্মদিনে যখন গোটা বিশ্বে ক্রিসমাস পালন চলল,তখন উত্তরপ্রদেশের বরেলিতে একটি খ্রিস্টান স্কুলের গির্জার সামনে রাস্তায় বসে পড়ল নিজেদের হিন্দু সংগঠনের প্রতিনিধি দাবি করা কিছু মানুষ। গির্জায় যখন প্রার্থনা চলছে, রাস্তায় যখন ক্রিসমাসের ভিড়, তখন তাঁরা শুরু করলেন হনুমান চালিশা পাঠ। একেবারে চিত্‍কার করে হনুমান চালিশা। চলল জয় শ্রীরাম ধ্বনিও।

Advertisement
POST A COMMENT