নতুন মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর এই প্রথম দীপাবলি উদযাপন হতে চলেছে অযোধ্যায়। ৫০০ বছর পর অযোধ্যায় 'রামের দীপাবলি'। সেই উপলক্ষে সাজানো হয়েছে গোটা শহর। মঙ্গলবার সন্ধ্যায় সরযূর ঘাটে আলো ও শব্দের মাধ্যমে দেখানো হয় রামায়াণ। 'রাম কি পাড়ি'তে আরতি করেন মহিলারা। আজ দীপোৎসব। সরযূর ঘাটে জ্বলবে ২৮ লক্ষ প্রদীপ।