Advertisement

Ayodhya Ram Temple: লেজার আলো-শব্দে 'রামায়ণ', সরযূ আরতি মহিলাদের, দীপোৎসবে সেজে উঠেছে অযোধ্যা

নতুন মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর এই প্রথম দীপাবলি উদযাপন হতে চলেছে অযোধ্যায়। ৫০০ বছর পর অযোধ্যায় 'রামের দীপাবলি'। সেই উপলক্ষে সাজানো হয়েছে গোটা শহর। মঙ্গলবার সন্ধ্যায় সরযূর ঘাটে আলো ও শব্দের মাধ্যমে দেখানো হয় রামায়াণ। 'রাম কি পাড়ি'তে আরতি করেন মহিলারা। আজ দীপোৎসব। সরযূর ঘাটে জ্বলবে ২৮ লক্ষ প্রদীপ।

Advertisement
POST A COMMENT