Advertisement

VIDEO: বারুইপুরে রায়চৌধুরী বাড়ির ৩০০ বছরের প্রাচীন রথযাত্রা এবারও জৌলুসহীন

করোনা আবহের জন্য এবছরও দক্ষিণ ২৪ পরগণা জেলার অন্যতম পুরাতন রথ বারুইপুরের রায়চৌধুরীদের রথযাত্রা বন্ধ। সরকারি বিধিনিষেধ মেনে বাড়ির মধ্যে নাট মন্দিরে শুধুমাত্র জগন্নাথ দেবের পুজো চলছে। প্রতি বছর যে ভাবে বারুইপুরের রায়চৌধুরীদের রথযাত্রায় মানুষের ভিড় লক্ষ্য করা যায় সেটি এবছর অমিল। তবে সকাল থেকে কিছু মানুষ আছছেন জগন্নাথ দেবের পুজো দেখতে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর থেকে পুনরায় রথযাত্রা পালিত হবে বলে জানিয়েছেন রায়চৌধুরীদের বংশধররা। রাজবল্লভ চৌধুরীর হাত ধরে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে জমিদারির পত্তন করেছিলেন রায়চৌধুরীরা। সেই থেকেই বারো মাসে তেরো পার্বণ এই রায়চৌধুরী বাড়িতে পালিত হয়। দীর্ঘ তিনশো বছরের বেশি সময় ধরেই এখানে চলছে রথযাত্রা। আর সেই রথযাত্রাকে কেন্দ্র করে বসে রথের মেলা। জেলার বহু দুরদুরান্ত থেকে মানুষজন আসেন এই মেলায়। টানা একমাস ধরে বারুইপুর রাসমাঠে অনুষ্ঠিত হয় রথের মেলা। কিন্তু করোনা আবহের কারণে গত বছর থেকে বন্ধ রয়েছে শতাব্দী প্রাচীন এই রথ।

Advertisement