scorecardresearch
 
Advertisement

VIDEO: সপ্তমীতে হয় কুমারী আরাধনা, বালির ৪০০ বছরের প্রাচীন বুড়িমার দুর্গাপুজো

VIDEO: সপ্তমীতে হয় কুমারী আরাধনা, বালির ৪০০ বছরের প্রাচীন বুড়িমার দুর্গাপুজো

৪০০ বছরের ঐতিহ্যবাহী পুজো বালি বুড়িমার আটচালা (Bally Burimar Durga puja)। নদীয়া জেলার চৈতন্য বংশীয় পন্ডিত রামভদ্র ন্যায় লঙ্কার জমিদারি পাট্টা পান রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে। তারপর বালি গ্রামে বসবাস করতে আসেন। তার পৌত্র রাম গোবিন্দ ভট্টাচার্য আটটি চালা নির্মাণ করেন তার মধ্যে একটি সংস্কৃতি শিক্ষা কেন্দ্র ( টোল) স্থাপন করেন। এই আটচালা থেকে পুজোর নাম আটচালা বুড়িমার পুজো বলে বিখ্যাত হয়। বর্তমানে এই পূজোটি আর বাড়ির পুজো না থেকে সার্বজনীন পুজোয় পরিণত হয়েছে। মহালয়ার পরের দিন থেকেই এই পুজো শুরু হয়ে যায়। এই পুজোর সবথেকে বড় মাহাত্ম্য হচ্ছে ষষ্ঠীর দিন বোধন হয় এবং সপ্তমীর দিন কুমারী পুজো হয়। বালির একটি নিয়ম আছে যে প্রথমে বালির বুড়িমা ঠাকুর বিসর্জন হবে পরে অন্য কোনও ঠাকুর বিসর্জন হবে।

Durga Puja 2021 Bally Burimar durga Puja 400 years old news

Advertisement