Advertisement

Coochbehar Boro Devi Puja 2024: কোচবিহারে অনুষ্ঠিত হল ময়না কাঠের পুজো, মহালয়ার দিন চক্ষুদান

প্রায় ৫০০ বছরের ঐতিহ্য মেনে রাধা অষ্টমীতে কোচবিহারের অনুষ্ঠিত হল বড় দেবীর পুজো। মঙ্গলবার রাতে মদনমোহন বাড়ি থেকে মাতৃরূপা ময়না কাঠকে কোচবিহারের বড় দেবী বাড়িতে নিয়ে আসা হয়। বুধবার সেখানে বিশেষ পুজো অনুষ্ঠিত হওয়ার পর ময়নাকাঠ প্রতিস্থাপন করা হয়। এখন তিনদিন ধরে ময়না কাঠকে পুজো করা হবে। তারপর বংশপরম্পরায় চিত্রকর পরিবারের সদস্য প্রভাত চিত্রকর খড় ও মাটির কাজ শুরু করবেন। মহালয়ার দিন শেষ হবে বড়দেবীর মৃন্ময়ী মূর্তি তৈরির কাজ। সেদিনই মায়ের চক্ষুদান করা হবে। অন্যান্য মূর্তি থেকে সম্পূর্ণ আলাদা হয় বড় দেবীর মূর্তি। গায়ের রং লাল, দেবীর বাহন এখানে সিংহ নয় থাকে বাঘ। বড় দেবীর সাথে থাকেন জয়া এবং বিজয়া।

Advertisement
POST A COMMENT