দেবীর দুর্গা চলেছেন টয় ট্রেনে। দেবীমূর্তিকে দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে ঘুম স্টেশন হয়ে রংবুলের বাংলা নদীতে বিসর্জন দেন এখানকার বাঙালিরা। ১১১ বছর ধরে দার্জিলিংয়ে দুর্গাপুজোর আয়োজন। দার্জিলিং শহরে মাত্র ২৫ থেকে ৩০টি বাঙালি পরিবার আছে। দেখুন সেই ভিডিও।