Advertisement

Falharini Kali Puja 2022: তারাপীঠে ফলহারিণী কালীপুজো, রইল সেই মুহূর্তের VIDEO

হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপে পুজো করা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। ২৯ মে দুপুর ২/২৫/১৬ মিনিট থেকে ৩০ মে দুপুর ৩/৪৮/২৬ মিনিট পর্যন্ত ছিল অমাবস্যা তিথি। তারাপীঠেও ভক্তরা এই দিনে ছুটে যান মায়ের কাছে। মা তারাকে ফলের ভোগ নিবেদন করে নিজের মনোস্কামনা পূর্ণ করেন ভক্তরা। প্রতিবছর তারাপীঠে প্রচুর ভক্তদের সমাগম হয়। তবে ট্রেন বন্ধ থাকায় এবার ভিড় কিছুটা কম হয়েছে।

Falharini Kali Puja 2022 at Tarapith

Advertisement
POST A COMMENT