scorecardresearch
 

VIDEO: শিয়ালদহে উধাও মহরমের চেনা ছবি

VIDEO: শিয়ালদহে উধাও মহরমের চেনা ছবি

১১ অগাস্ট থেকে ভারতে মহরম (Muharram 2021) মাস শুরু হয়েছিল। আজ ২০ অগাস্ট শুক্রবার পশুরা হিসেবে চিহ্নিত। এই মাসের সর্বাধিক স্মৃতিবিজড়িত দিন। ইতিহাস ঘাঁটলে জানা যায় আজকের দিনে খাদ্য পানীয় ছাড়া মরুভূমিতে একা পড়েছিলেন হোসেন। শত্রু সেনারা তাকে নির্মমভাবে হত্যা করেছিল। আর এই দিনেই ইসলাম ধর্মের দ্বিতীয় সবচেয়ে পবিত্র মাস। শিয়ালদাহ (Sealdah) চত্বরে মহরমের চেনা ছবি উধাও হয়ে গিয়েছে। মূলত পদযাত্রা করে রাজাবাজার, মল্লিক বাজার, এবং সেন্টাল এভিনিউ থেকে ইসলাম ধর্মের মানুষেরা পদযাত্রা করে হোসেনকে সম্মান জানাতে শিয়ালদাহ চত্বরে মিলিত হন। তবে রাজ্য সরকারের নিয়ম থাকার ফলে তেমন ভাবে মহরমের উৎসব দেখা যায়নি।