scorecardresearch
 
Advertisement

VIDEO: চিরাচরিত প্রথা ভেঙে পুজোর আসনে বসতে চলেছেন মহিলা পুরোহিতরা !

VIDEO: চিরাচরিত প্রথা ভেঙে পুজোর আসনে বসতে চলেছেন মহিলা পুরোহিতরা !

পুজো বললে প্রথমেই মাথায় আসে পুরোহিতদের কথা। সেই চেনা ছবি কখনও ধুতি পরে প্রদীপ হাতে অঞ্জলি করা, কখনও বা বই হাতে চণ্ডীপাঠ। এটা দেখেই অভ্যস্ত আমরা সকলে। এবার সেই চলে আসা প্রথা ভাঙতে চলেছে শহর কলকাতায়। গতির যুগে পরিবর্তিত হচ্ছে সবকিছু। আস্তে আস্তে পাল্টে যাচ্ছে নিয়ম কানুনও। এবারের দুর্গা পুজোয় শহর কলকাতায় পুজো করতে দেখা যাবে চার মহিলা পুরোহিতকে। দীর্ঘ এক বছর ধরে নানা গবেষণা ও প্রশিক্ষণের পর অবশেষে ময়দানে নামতে চলেছেন তাঁরা। একরকম বাংলার পুজোর ইতিহাসে এই প্রথম মূর্তিপুজা করবেন মহিলা পুরোহিতরা। কেমন ছিল তাঁদের এখানে পৌঁছানোর যাত্রাপথ? কী ভাবেই বা আজকের এখানে পৌঁছলেন তাঁরা? শুনুন তাঁদের মুখ থেকেই।

Advertisement