Advertisement

Happy Holi 2024: কটকের দোলযাত্রায় এবার সোনার ফিলিগ্রিওয়ালা পালকি, দেখুন VIDEO

এই বছরের শুরুতে কটককে বিখ্যাত 'চণ্ডী তারাকাসী' বা সিলভার ফিলিগ্রির কাজের জন্য GI ট্যাগ দেওয়ার পরে কমিটি পালকি তৈরির সিদ্ধান্ত নেয়। ছয়দিনের দোল যাত্রা উপলক্ষ্যে সোনার ফিলিগ্রি দৈয়ি তৈরি হয়েছে পালকি। যা সবার আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে। পাঁচজন দক্ষ কারিগর এই পালকি তৈরি করেছিল। জানুয়ারিতে কাজ শুরু হয়েছিল মার্চের প্রথম সপ্তাহে তা শেষ হয়। ছয়দিন প্রতি সন্ধ্যায় কৃষ্ণের মূর্তি বহন করে শোভাযাত্রা করা হবে।

Advertisement
POST A COMMENT