Advertisement

Belur Math Dol Yatra 2025: প্রথা মেনে বেলুড় মঠে দোল উৎসব, আবির খেলায় মাতলেন সন্ন্যাসী-ভক্তরা

চিরাচরিত রীতিতে বেলুড় মঠে পালিত হল দোল উৎসব। প্রথা মেনে হোলিকা দহন বা ন্যাড়াপোড়ার পর সন্ন্যাসী মহারাজরা খোল করতাল নিয়ে আবিরের রঙে দোলের আনন্দে মেতে ওঠেন। দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য ভক্তও অংশ নেন এই উৎসবে। শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম নিবেদনের পর শুরু হয় আবির খেলা। মঠ চত্বর প্রদক্ষিণ করেন তাঁরা। দেখুন বেলুড় মঠের এই রঙিন, ভক্তিময় পরিবেশের এক ঝলক !

Advertisement
POST A COMMENT