Advertisement

ISKCON Siliguri Radhaasthami: ইসকনে মহা সমারোহে পালিত হল রাধাষ্টমী

শিলিগুড়ির ইসকন মন্দিরে শনিবার মহাধুমধাম করে পালিত হল রাধাষ্টমী। সকাল থেকে ভক্তদের ঢল শুরু হয়। রাধাকৃষ্ণকে সুসজ্জিত নতুন বস্ত্র পরিধান করানোর হয়। যা আনা হয়েছে বৃন্দাবন থেকে। মহা অভিষেক, দুধ- দই,ঘি,মধু, সহস্র তীর্থের জল এবং বিভিন্ন রকমের ফলের রস দিয়ে স্নান করানোর হয় সকাল ১১টা থেকে, দুপুর ১২ টায়। বৈদিক মন্ত্র উচ্চারণ করে বিশেষ পুষ্পঞ্জলি অর্ঘ্য নিবেদন করা হয়। ১০৮ প্রকার ভোগ নিবেদন করা হয় এবং প্রাসাদ বিতরণ করা হয় বলে জানিয়েছেন ইসকন শিলিগুড়ির জনসংযোগ আধইকারিক নামকৃষ্ণ দাস।

Advertisement
POST A COMMENT