দুর্গাপুজো-কালীপুজো শেষ হওয়ার পরও উৎসবে রয়েছেন বাঙালি। জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গিয়েছে। আর জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। দেবী জগদ্ধাত্রী মহাশক্তির এক রূপ। এই বছর ৫৮তম বর্ষে পা দিল চন্দননগরের উত্তরাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো। এই বছরের পুজোর থিম রত্নগর্ভা। সতীদাহ প্রথা, বাল্যবিবাহ মতো বিষয়গুলি তুলে ধরা হয়েছে এই পুজোয়। প্রতিমার মুখ দেখলে চোখ জুড়িয়ে যাবে। সুতো, কাপড় ও টুনি দিয়ে তৈরি হয়েছে প্যান্ডেল। রিন্টু দাসের ভাবনায় তৈরি পুজো মণ্ডপ। আর জগদ্ধাত্রী পুজোর প্রধান আকর্ষণ আলোকসজ্জা, যা প্রতিবছরের মতো এ বছরও চোখ ধাঁধিয়ে দেবে। শুক্রবার রাত থেকেই এই মণ্ডপে ঢল নেমেছে দর্শনার্থীদের।