Advertisement

VIDEO: করোনা বিধি মেনেই নদিয়ার রাজাপুর মন্দিরে পালিত হল জগন্নাথের স্নান যাত্রা উৎসব

রীতি ও প্রথা অনুযায়ী নদিয়ার মায়াপুর ইসকন পরিচালিত রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল জগন্নাথের স্নান যাত্রা উৎসব। স্নানের পরেই জগন্নাথ দেব ধুম জ্বরে কাবু হয়ে গৃহবন্দি হয়ে থাকবেন। পুনরায় রথের দিন রাজবেশে রাজরথে করে ভক্তদের মাঝে অবতীর্ণ হবেন। স্নান যাত্রা উপলক্ষে সকাল থেকেই ইসকন পরিচালিত রাজাপুর জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মতো। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্ত সরকারি বিধি মেনেই সম্পন্ন হলো জগন্নাথের স্নান যাত্রা উৎসব।

Advertisement