করোনার চোখরাঙানিকে উপেক্ষা করে দর্শনার্থীদের ভিড় জমেছে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির প্রাঙ্গণে। বৃহস্পতিবার কালীপুজোর দিন সকাল থেকে থেকেই দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বেলা যত বেড়েছে, ভিড়ও তত বেড়েছে। সন্ধ্যাবেলায় ঢাকের বাদ্যি, কাঁসর ঘন্টা, মায়ের আরতি- সব মিলিয়ে এক অন্য রকম পরিবেশ। এদিন রঙিন আলোকমালায় সেজে উঠেছে গোটা মন্দির চত্বর।
Dakshineswar kali puja story The whole temple is adorned with lights