Advertisement

VIDEO: শাস্ত্র ও 'স্বাস্থ্য' মেনে মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজো

প্রতিবারের মতো এবারেও কালীপুজোর আয়োজন হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবারেও নিজের হাতেই পুজোর সমস্ত আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী। উপোস করে নিজেই বাড়ির মায়ের জন্য রেঁধেছেন ভোগ। পাশাপাশি প্রদীপ নিয়ে নিজেই সাজালেন চারিদিক। এদিন সকলের জন্যই খোলা মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা। ইতিমধ্যেই দল ও সরকারের নেতা মন্ত্রীরা উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পুজোর ব্যস্ততার মাঝেই সেরে নিচ্ছেন অতিথি আপ্যায়ন। এবারেও আমন্ত্রণ জানানো হয়েছে বৃদ্ধাশ্রমের আবাসিকদের। তবে গোটা আয়োজনই করা হয়েছে কোভিড বিধি মেনে। মুখে মাস্ক মাস্ট। এমনকী পুজোর পুরোহিতকেও দেখা গেল মাস্ক পরে থাকতে।

kali puja celebration at bengal cm mamata banerjees residence

Advertisement