scorecardresearch
 
Advertisement

VIDEO: শান্তিপুরের মা আগমেশ্বরীর পুজো

VIDEO: শান্তিপুরের মা আগমেশ্বরীর পুজো

শান্তিপুরের সবথেকে প্রাচীন কালী মা আগমেশ্বরী, পূজিত হয়ে আসছেন প্রায় ৪৫০ বছর ধরে। এই স্থানে প্রত্যেক বছর গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্তবৃন্দ আসেন মায়ের দর্শনের জন্য। জানা যায় মা আগমেশ্বরী ভক্তবৃন্দের কাছে খুবই জাগ্রত তাই তার পুজো চলাকালীন নিস্তব্ধে ভক্তরা মায়ের আরাধনায় মগ্ন থাকেন। বৈষ্ণব মতে পূজিত হন মা আগমেশ্বরী, মায়ের পুজোর আগ মুহুর্তে চক্ষু দানের সাথে এক বিশেষ ইতিহাস লুকিয়ে আছে। জানা যায় মায়ের পুজো শুরু হওয়ার আগেই ব্রাহ্মণ দ্বারা করা হয় চক্ষুদান। এর পরেই শুরু হয় মায়ের পুজো।

Kali Puja 2021 Shantipur Agameswari Kali Puja

Advertisement