করোনার ধাক্কায় গ্রাম বাংলার বাঁশের শিল্প আজ হারাতে বসেছে। অভাবের তাড়নায় প্রচুর শিল্পী আজ পেশা বদলে ফেলেছেন। তাই হারাতে বসা বাঁশের শিল্পকে বাঁচাতে এবং শহরবাসীর কাছে এর পরিচিতি ঘটাতে শিলিগুড়ির GTS ক্লাবের এবারের কালীপুজোর থিম বাঁশেরকেল্লা। নদিয়ার শিল্পীদের ঐকান্তিক প্রচেষ্টায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। পুজোয় দর্শকদের ঢল নামবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।
Siliguri GTS club kali puja story