Advertisement

Mauni Amavasya: গঙ্গা থেকে সরযূ, মৌনি অমাবস্যায় ভক্তদের দেশের বিভিন্ন নদীতে পবিত্র স্নান

আজ মৌনি অমাবস্যা। এই পূণ্যতিথিতে দেশের বিভিন্ন তীর্থস্থানে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। নদীতে পবিত্র স্নান করেন তারা। রামেশ্বরমে ভক্তরা অগ্নি তীর্থামে পবিত্র ডুব দেয় এবং থাই অমাভাসাই উপলক্ষে আচার অনুষ্ঠান পালন করেন। মধ্যপ্রদেশের জব্বলপুরে মৌনী অমাবস্যা উপলক্ষে ভক্তরা পবিত্র স্নান করেন। অযোধ্যার সরযূ নদীতে পবিত্র স্না করেন ভক্তরা। হরিদ্বারের হর কি পৌরীঘাটে গঙ্গায় পবিত্র স্নান করেন ভক্তরা।

Advertisement
POST A COMMENT