scorecardresearch
 
Advertisement

VIDEO: রাঢ়েশ্বরীকে নতুন চালের ভোগ নিবেদন, রাঢ়বঙ্গে শুরু নবান্ন উৎসব

VIDEO: রাঢ়েশ্বরীকে নতুন চালের ভোগ নিবেদন, রাঢ়বঙ্গে শুরু নবান্ন উৎসব

রাঢ়বঙ্গে সূচনা হল নবান্নের। বর্ধমানের সর্বমঙ্গলার মন্দিরে রীতি মেনে নবান্ন উৎসব ও পুজোর মধ্য দিয়েই রবিবার শুরু হল উৎসবের। নিয়ম অনুযায়ী, আমন ধান জমি থেকে ঘরে আসার পর তা থেকে পাওয়া নতুন চাল প্রথম দেবীলক্ষ্মীকে অর্থাৎ পূর্ব বর্ধমানের দেবী সর্বমঙ্গলার কাছে নিবেদন করা হয়। নতুন চালের সঙ্গে ৯ রকমের উপাদান দিয়ে এদিন দেবীর ভোগ তৈরি হয়। এর পরেই মন্দির কর্তৃপক্ষের তরফে এই ভোগ বিলি করা হয় আগত দর্শনার্থীদের মধ্যে। গ্রাম বাংলার অন্যতম উৎস এই নবান্ন। এই সময় কৃষকরা মাঠ থেকে নতুন ধান বাড়িতে তোলেন। ধান ঝাড়ার পর সেই নতুন ধান দেবীকে নিবেদনের মধ্য দিয়েই এই অনুষ্ঠানের সূচনা হয়।

Nabanna Festival started at Burdwan sarbamangala temple

Advertisement