Advertisement

Sabarimala Temple: দুর্গম পথ পেরিয়ে কেরলের শবরীমালা মন্দিরে ভক্তদের ভিড়

কেরলের শবরীমালা মন্দির শুধুমাত্র নভেম্বর ও ডিসেম্বরে মণ্ডলা পুজোর সময় খোলে। এই মন্দিরটি কেরলের পাথানামথিট্টা জেলার একটি পাহাড়ে অবস্থিত। বৃহস্পতিবার মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। দুর্গম পথ পেরিয়ে এই মন্দিরে পৌঁছায় ভক্তরা। মকর সংক্রান্তিতে মকলবিলাক্কু উদযাপনের পর মন্দিরের দরজা বাকি বছরের জন্য বন্ধ থাকবে।

Pilgrims flock to the Sabarimala temple in Kerala

Advertisement
POST A COMMENT