scorecardresearch
 

মকর সংক্রান্তির শুভক্ষণে গঙ্গাসাগরে পবিত্র স্নান পুণ্যর্থীদের, দেখুন সাগরদ্বীপ

বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ (Poush Parbon) বা মকর সংক্রান্তি (Makar Sankranti)। দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরদ্বীপে প্রত্যেক বছর আয়োজন হয় গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela)। কপিল মুনির আশ্রমকে (Kapil Muni Ashram) কেন্দ্র করে পুণ্যস্নান ও বিরাট মেলা অনুষ্ঠিত হয়। গঙ্গায় পবিত্র স্থান করতে সেখানে দূর দূর থেকে আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। এবছর কিছুটা কম হলেও, দুর দুর থেকে স্নান করতে এলেন পুণ্যার্থীরা। কাক ভোর থেকেই ভির জমলো সাগরে।