দিল্লিতে পোঙ্গল উৎসবে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোঙ্গল উৎসবের জন্য তিনি কেন্দ্রীয় মন্ত্রী মুরুগানের বাসভবনে যান। তিনি বলেন, 'পোঙ্গল এখন বিশ্বব্যাপী উৎসবে পরিণত হয়েছে। তামিল সংস্কৃতিকে ভালোবাসে এমন মানুষদের জন্য দিনটি আনন্দের। আমি এই উৎসবে যোগ দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।'
PM Modi at Pongal Festival 2026