পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। আর জেলায় জেলায় পুজো প্রস্তুতিও চলছে জোর কদমে। পুরুলিয়ায় এই দুর্গাপুজো সব সময় নতুন একটি মাত্রা যোগ করে দূরদূরান্ত থেকে বহু মানুষ আসে এই পুজো দেখতে। পুরুলিয়ার ঝালদা শহরের নামোপাড়া দুর্গাপুজো কমিটির এবারের থিম জয়পুরের হাওয়া মহল। এর আদলেই মণ্ডপ ও টেরাকোটার আদলে মূর্তি নির্মাণ করা হচ্ছে। বাজেট রয়েছে প্রায় ৮ কোটি টাকা। প্রায় দু সপ্তাহ আগের থেকে জোরকদমে শুরু হয়েছে মণ্ডপ ও মূর্তি তৈরির কাজ। কিন্তু গত দুদিন ধরে নিম্নচাপের বৃষ্টির জেরে থমকে রয়েছে মণ্ডপ ও মুর্তি তৈরির কাজ। এছাড়াও অন্যান্য পুজো কমিটির সদস্য থেকে শিল্পী সকলেই চিন্তায় পড়েছেন ।
Purulia Durga Puja theme Hawa Mahal