scorecardresearch
 
Advertisement

VIDEO: বেলজিয়ামের বেলোয়ারি ফানুস, শান্তিপুরে রাসের ঐতিহ্য

VIDEO: বেলজিয়ামের বেলোয়ারি ফানুস, শান্তিপুরে রাসের ঐতিহ্য

ঐতিহ্য পূর্ণ রাস যাত্রার বিশেষ আকর্ষণ বেলয়ারী ফানুস । কাঁচের বেলোয়ারী ফানুস এক সময় এই বিগ্রহ পরিবার গুলিতে আসতো বেলজিয়াম থেকে । কারণ বেলজিয়ামের কাঁচ শিল্প ছিল পৃথিবী বিখ্যাত। তবে মূলত ব্রিটিশ আমলে এই বেলজিয়াম ফানুসের প্রবল রমরমা বৃদ্ধি পায় বলেই ইতিহাস সূত্রে জানা গেছে । শান্তিপুরে প্রত্যেকটি বিগ্রহ পরিবারের ফানুস গুলির বয়স গড়ে প্রায় দুইশত বছরের বেশি । শান্তিপুর বড়ো গোস্বামী, মঠবাড়ী, খাঁ বাড়ি , পাগলা গোস্বামী , মধ্যম গোস্বামী, চাকফেরা , মদন গোপাল , বাঁশ বুনিয়া গোস্বামী , বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভৃতি প্রত্যেকটি বিগ্রহ পরিবারের ফানুসের বয়স দুইশত বছরের বেশি । তবে মদনগোপাল ও বিজয় কৃষ্ণ পরিবারের ফানুস সাড়ে তিনশো বছরের বেশি বলে তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে ।

shantipur traditional raas utsav

Advertisement