scorecardresearch
 
Advertisement

VIDEO: ডানকুনিতে শিবের অলৌকিক রুদ্রাভিষেক

VIDEO: ডানকুনিতে শিবের অলৌকিক রুদ্রাভিষেক

হুগলির ডানকুনিতে শ্রাবণ মাসের সোমবারের দিন ভগবান শিবের অলৌকিক রুদ্রাভিষেক পুজো জোরকদমে চলছে। এই পুজো ইউপি বারাণসী থেকে আগত সিদ্ধ পুরোহিত ব্রাহ্মণ দের হাতে সম্পন্ন হতে চলেছে। হিন্দু শাস্ত্রে নিয়ম অনুযায়ী শ্রাবণ মাসে সোমবারের দিন ভগবান শিবের পুজো একটি বিশেষ নিয়ম রয়েছে। প্রত্যেক বছর ডানকুনিতে ভগবান শিবের রুদ্রাভিষেক পুজোতে হাজারো ভক্তের সমাগম হয়। কিন্তু এই বছর করোনাকালে এতটা না হলেও সরকারি নিয়ম মেনে ভগবান শিবের রুদ্রঅভিষেক চলছে ধুমধাম করেই। ভক্তরা জানান ওনারা ভগবান শিবের কাছে একটাই প্রার্থনা করেছেন এবার, সারা বিশ্ব থেকে মহামারী করোনা যেন উধাও হয়ে যায়। রাজনীতি, হানাহানি, প্রতিহিংসাও যেন বন্ধ হয় তার জন্য বিশেষ কামনা করছেন তারা।

Advertisement