রাত পেরোলেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবেন সকলে। মাঘ মাসের পঞ্চমী তিথিতেই 'বসন্ত পঞ্চমী' বা 'সরস্বতী পুজো' হয় সাধারণত। এই পুজোর জন্যে সারা বছর মূলত ছাত্র-ছাত্রীরা অপেক্ষা করে থাকে। কুমোরটুলি থেকে বাজার, সব জায়গাতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা, দশকর্মা, ফুল- ফলসহ পুজোর অন্যান্য সামগ্ৰী কিনতে ভীড় জমাচ্ছেন বাঙালিরা। তবে ফি বছরের থেকে এই বছরে কিছুটা হলেও ছন্দপতন হয়েছে সবেতেই। কোভিড পরিস্থির জেরেই কুমোরটুলিতেও তুলনামূলক কম বেচা-কেনা হচ্ছে। কিছুটা বিষাদের সুর শোনা গেল শিল্পীদের মুখেও।