গোটা দেশে শিব, কৃষ্ণ, রাম, কালী এমনকি হনুমানের সহস্র মন্দির দেখা যায়। অথচ বিদ্যাদেবীর কোনও মন্দির নেই! এমনটা কেন? আজতক বাংলায় ব্যাখ্যা দিলেন পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। তাঁর কথায়,''বৈদিক সভ্যতায় মন্দিরের দরকার পড়ত না। আমাদের ধর্মভাবনায় মন্দিরের কোনও প্রয়োজন নেই। মন্দির বিষয়টি পরে এসেছে। বেদের বাকসুক্তে উল্লেখ রয়েছে সরস্বতীর। রাম, কৃষ্ণ- কারও সুক্ত নেই। বাকদেবীর নিবাস মানুষের মুখে। যে বর্ণ উচ্চরণ করি এগুলিই তাঁর শরীর। প্রতিটি মানুষের মনের অন্তঃস্থলে সরস্বতীর বাস।''
saraswati puja ancient history explained by nrisingha prasad bhaduri