Advertisement

VIDEO: নদিয়ায় পূর্ব ভারতের বৃহত্তম শিবলিঙ্গ, দেখুন

নদিয়া জেলার মাজদিয়ার তিন কিমি দূরে শিবনিবাস গ্রাম৷ এই গ্রামেই রয়েছে পূর্ব ভারতে সবচেয়ে বড় কালো পাথরের শিবলিঙ্গ৷ রাজ্যের প্রসিদ্ধ শিব মন্দিরগুলির মধ্যে রয়েছে মাজদিয়ার রাজ রাজেশ্বর মন্দির৷ নদীর ঘাট থেকেই নজরে পড়ে সুউচ্চ মন্দিরের চুড়ো। শোনা যায়,কৃষ্ণচন্দ্র বাংলায় বর্গী আক্রমণের সময় তাঁর রাজধানী কৃষ্ণনগর থেকে মাজদিয়ায় সরিয়ে আনেন৷ শিবের নামে নামকরণ করেন শিবনিবাস৷

Advertisement