এবার দীপাবলির উৎসব শেষ হওয়ার পরেই সূর্য গ্রহণ লাগতে চলেছে। পন্ডিত মনোজ ত্রিপাঠীর বক্তব্য অনুসারে এবছর যে সূর্যগ্রহণ হতে চলেছে সেটি ২৫ অক্টোবর পড়েছে। সূর্য গ্রহণের সূতককাল ১২ ঘন্টা আগে শুরু হয়ে যাবে। সূর্যগ্রহণকে বিশেষভাবে কষ্টদায়ক বলে মনে করা হয়। যে সময় বিশেষভাবে পূজা, তর্পণ, পিত্রকর্ম, তন্ত্র-কর্ম এই ধরণের কাজগুলির জন্য অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। গ্রহণ আরম্ভ হলে স্নান করে জপ করুন। গ্রহণ সমাপ্ত হওয়ার পরে দান করুন। এতে গ্রহণের পুণ্য ফলপ্রাপ্ত হয়। সূর্যগ্রহণ এর মধ্যেকার কষ্ট আপনাকে কোনও ক্ষতি করতে পারবে না।
surya grahan 2022 in india date and time, know all details here