সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা। এই রথযাত্রার শুভ দিনে তারাপীঠ মন্দিরেও ভিড় জমান লক্ষ লক্ষ ভক্তরা। মা তারার বিগ্রহকে গর্ভগৃহের বাইরে আনা হয় শুধুমাত্র রথের দিনই। এরপর রথে বিগ্রহকে বসিয়ে প্রদক্ষিণ করা হয় তারাপীঠ। করোনা অতিমারীর জন্য গত দু’বছর এই রীতি পালন হয়নি। তবে এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। শুক্রবার দুপুরে মা তারার বিগ্রহকে প্রদক্ষিণ করানো হল তারাপীঠে।
tarapith mandir,tarapith mandir Rath Yatra 2022,Chariot festival,tara maa,tarapith mandir,রথযাত্রা ২০২২,তারাপীঠ,তারা মা