সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা। স্নানযাত্রার পর নিভৃতবাস থেকে বেরিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথদেব। এর সাতদিন পরে তাঁরা যখন ফিরে আসেন, সেটাই উল্টো রথ নামে পরিচিত। এই রথযাত্রা ও উল্টোরথের শুভ দিনে তারাপীঠ মন্দিরে ভিড় জমান লক্ষ লক্ষ ভক্তরা। মা তারার বিগ্রহকে গর্ভগৃহের বাইরে আনা হয় শুধুমাত্র রথের এই দু'দিন। এরপর রথে বিগ্রহকে বসিয়ে প্রদক্ষিণ করা হয় তারাপীঠ। করোনা অতিমারীর জন্য গত দু’বছর এই রীতি পালন হয়নি। তবে এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। রথযাত্রার দিনের মতো, উল্টো রথের দিন, শনিবার দুপুরে মা তারার বিগ্রহকে প্রদক্ষিণ করানো হল তারাপীঠে।
Tarapith tara maa rides in chariot on Ulto Rath Yatra exclusive video