scorecardresearch
 
Advertisement

VIDEO: ভক্তদের জন্য খুলল কামারপুকুর রামকৃষ্ণ মঠ

VIDEO: ভক্তদের জন্য খুলল কামারপুকুর রামকৃষ্ণ মঠ

ভক্তদের জন্য খুলে দেয়া হলো কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশন (Kamarpukur Sri Ramakrishna Math and Mission)। তবে কড়াকরি সরকারি স্বাস্থ্যবিধি মেনেই মঠের ভেতরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা (Devotees)। মঠ কর্তৃপক্ষের থেকে বিশেষ বিক্ষিপ্ত জারি করা হয়েছে। সকাল ৮:৩০থেকে বেলা ১১টা পর্যন্ত আবার বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত মঠে প্রবেশ করার সময় নির্ধারণ করা হয়েছে। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক এছাড়াও শারীরিক দূরত্ব বজায় রাখে দর্শনার্থীদের প্রবেশ করতে পারবেন। কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ লোকত্তরানন্দজী মহারাজ বলেন অতি অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে ঠাকুরকে দর্শন করার সময় । মঠের প্রসাদ বিতরণ আপাতত বন্ধ। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ খুলে দেয়া হল কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের দরজা। এতে ভক্তরা বেজায় খুশি।

Advertisement