Advertisement

Aparajita Plant: বাড়িতে অর্থ আনে অপরাজিতা গাছের ফুল

হিন্দু ধর্মে গাছ, গাছপালা ও ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। তার মধ্যে একটি অপরাজিতা ফুল। অপরাজিতা ফুলকে হিন্দু ধর্মে খুব বিশেষ বলে মনে করা হয়। অপরাজিতা, যা বাগান এবং বাড়ির সৌন্দর্য্য বৃদ্ধির জন্য রোপন করা হয়, আয়ুর্বেদে বিষ্ণুক্রান্তা, গোকর্ণী ইত্যাদি নামে পরিচিত। জ্যোতিষশাস্ত্রে অপরাজিতা ফুলে জন্য এমন কার্যকরী প্রতিকার দেওয়া হয়েছে যা দ্রুত প্রভাব দেখায়।

Advertisement
POST A COMMENT