scorecardresearch
 
Advertisement

VIDEO: রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে জগন্নাথ ধাম

VIDEO: রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে জগন্নাথ ধাম

কাল রথযাত্রা। একমাত্র পুরীতেই রথযাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে করোনার কারণে এবারও ভক্ত সমাগম হবে না সেখানে। তবে ভক্ত সমাগমের অনুমতি না থাকলেও প্রস্তুতিতে ঘাটতি নেই। রীতি-প্রথা মেনে পুরী সেজে উঠছে নিজের ছন্দে। সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, লাইভ সম্প্রচার করা হবে রথযাত্রা। পুরীর জগন্নাথের মন্দির-সহ যে রাস্তা দিয়ে রথ যাবে, তার ৩ কিলোমিটারের মধ্যে সব ধরনের কার্যকলাপ বন্ধ থাকবে। এবার প্রায় ৩ হাজার সেবায়েত অংশ নেবেন অনুষ্ঠানে। প্রত্যেকের কোভিড রিপোর্ট দেখে তবেই অনুষ্ঠানে অংশ নেওয়ায়র অনুমতি দেওয়া হবে। প্রতিবারের মতো এবারও কড়া নিরাপত্তার মোড়কে ঘেরা হচ্ছে পুরী।  ১ হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবেন। আজ রাত ৮টা থেকে জারি হবে কার্ফু। এই কার্ফু চলবে ১৩ তারিখ রাত পর্যন্ত। এই ৪৮ ঘণ্টা কড়া নজরদারি চালানো হবে পুরীতে। কেউ যেন বাড়ির ছাদে ভিড় না করে, সেদিকেও নজর থাকবে পুলিশের। এই উৎসব উপলক্ষ্যে ৮৫ প্লটুন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে পুরীতে। ১২ টি এলাকায় বিভক্ত হয়ে শহরের নিরাপত্তা নিশ্চিত করছেন তাঁরা।

Advertisement