যদি আপনি সোনা কেনার জন্য মনস্থির করে থাকেন তাহলে এটা সবচেয়ে বড় সুযোগ। সোনার দাম লম্বা সময় পর্যন্ত পঞ্চাশ হাজার টাকার নীচে এসে স্থির হয়ে রয়েছে।
বৈশ্বিক স্তরে সোনার দাম পড়তে শুরু করে এখন রাষ্ট্রীয় রাজধানী দিল্লিতে বৃহস্পতিবার সোনার ৪৭৮ টাকা করে ৪৯ হাজার ৮৩০ টাকা প্রতি ১০ গ্রামে এসে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম গতকাল বুধবার ৫০ হাজার ৩০৮ টাকা প্রতি ১০ গ্রাম দামে এসে নেমেছিল। দিনের বাজার বন্ধ হওয়ার সময় পর্যন্ত এটি ওই দামেই স্থির হয়েছে।
আন্তর্জাতিক বাজারে সোনা ১ হাজার ৬৮৯ ডলার প্রতি আউন্স-এ চলছে। এইচডিএফসি সিকিউরিটিজ মনে করছে যে ডলার মজবুত এবং এ কারণে গত কয়েকদিনে সোনার দাম উল্লেখযোগ্য হবে পড়তে শুরু করেছে। অর্থাৎ দাম কমছে।
সোনার দাম কমার বড় কারণ গোটা দুনিয়ায় আর্থিক মন্দার আশঙ্কা। এই আশঙ্কার পরেই সোনার দাম পড়তে শুরু করেছে। কিন্তু সাধারণভাবে এমন হয় না। মন্দা এবং যুদ্ধ সংকটের কারণে সোনার দাম বেড়ে যায় বলে অতীতে দেখা দিয়েছে।
কিন্তু এবার পরিস্থিতি কিছুটা অন্য। আমেরিকার ট্রেজারি ইয়েল্ড বেড়ে যাওয়া এবং ডলার পরিস্থিতি মজবুত হওয়ার কারণে সোনার দাম পড়তে শুরু করেছে।
সোনার দাম পতনের কারণে সোনা কেনার এখন সুবর্ণ সুযোগ সামনে এসেছে। বৃহস্পতিবার সোনার গ্লোবাল প্রাইজ কম হয়ে এক বছরের সবচেয়ে নীচুতে নেমে এসেছে।
এর প্রভাব ঘরোয়া বাজারেও দেখতে পাওয়া গিয়েছে। আজকে সোনার দাম ঘরোয়া বাজারে লাগাতার দ্বিতীয় দিন কম হয়ে ১৬ মাসে সবচেয়ে সস্তা হয়ে গিয়েছে। আগামীতে আরও দাম কমবে বলে মনে করা হচ্ছে।
সোনার সঙ্গে আরেকটি মূল্যবান ধাতু রুপোর দামও পড়ে গিয়েছে। বৃহস্পতিবার রুপোর দাম ১২৬৫ টাকা কমে ৫৪ হাজার ৩৫১ টাকা প্রতি কেজি হয়ে গিয়েছে। যা গতকাল ৫৫ হাজার ৬১৬ টাকা প্রতি কেজি ছিল।