নামে 'মধ্যবিত্ত'। বাস্তবে চাপের সংসার। মাসের শেষে অঙ্ক মেলাতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন বহু পরিবার। আয় বাড়ছে ধীরে। অথচ খরচ বাড়ছে নীরবে, প্রায় অদৃশ্য ভাবে। বড় কোনও বিল নয়।
সোমবার সকাল থেকে Reliance-এর শেয়ারে ধস। এটা সকালেই ৪ শতাংশ নেমেছে। আর তার প্রভাব যে সরাসরি শেয়ারবাজারে প্রভাবে পড়বে, সেই কথা তো বলাই বাহুল্য।
Monthly Expenses Inflation: ধরুন আজ কারও মাসে ২০,০০০ টাকায় সংসার চলছে। তাহলে ১০ বছর পর সেই একই জীবনযাত্রা বজায় রাখতে কত টাকা লাগতে পারে? আসলে সময়ের সঙ্গে বাজারদর স্থির থাকে না।
সোমবার সোনা ও রুপোর দাম আবারও বেড়েছে। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) অনুসারে, সোমবার ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,৩৫,৭২১ টাকায় পৌঁছেছে। এদিকে, ২ জানুয়ারি, শুক্রবারের তুলনায় আজ রুপোর দাম (৯৯৯, প্রতি কিলোগ্রাম) ২,০০০ টাকারও বেশি বেড়েছে।
ভেনেজুয়েলাতে আক্রমণ করছে আমেরিকা। সেই সঙ্গে আবার ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে রেখেছে ভারতীয় পণ্যের উপর শুক্ল বাড়িয়ে ফেলার। আর এই দুইয়ের প্রভাব ভারতের শেয়ার মার্কেটের উপর দেখা দিতে শুরু করেছে। স্টক মার্কেটের দুই ইন্ডেক্স সেনসেক্স এবং নিফটি কখনও গ্রিন জোন তো কখনও আবার রেড জোনে চলে আসছে। আর শেয়ারবাজারের এমন অদ্ভুত আচরণে বিভ্রান্তি পড়ে গিয়েছেন বিনিয়োগকারীরা। তাঁরা বুঝতে পারছেন না, এই পরিস্থিতিতে ঠিক কী কাজ করা উচিত।
বিশ্লেষক এবং শিল্প সূত্রের মতে , ভেনেজুয়েলার তেল মজুদের উপর মার্কিন নিয়ন্ত্রণ বা পুনর্গঠনের ফলে ভারত উপকৃত হতে পারে । বিশ্লেষকরা বলছেন, এই উন্নয়নের ফলে ভারতের দীর্ঘকাল ধরে বকেয়া প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার আদায় করা যেতে পারে। এছাড়াও, নিষেধাজ্ঞার সম্মুখীন ভেনেজুয়েলায় ভারতীয় কোম্পানিগুলি দ্বারা পরিচালিত তেল খাত থেকে অপরিশোধিত তেল উৎপাদনও বৃদ্ধি পেতে পারে।
২০২৩ সালে ২০০০ টাকার নোট বাতিল করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপর দু'বছরের বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু এখনও পুরো টাকা ফেরত যায়নি রিজার্ভ ব্যাঙ্কের হাতে।
ভারতে সাপ্তাহিক ভিত্তিতে সোনার দামের বৃদ্ধি অব্যাহত রয়েছে। এক সপ্তাহে, ২৪ ক্যারেট সোনা ৭৫০ টাকা বেড়েছে। ২২ ক্যারেট সোনার দাম ৭৬০ টাকা বেড়েছে। ৪ জানুয়ারি, ২০২৬ তারিখে রাজধানী দিল্লিতে প্রতি ১০ গ্রামের বর্তমান দাম ১,৩৫,৯৭০ টাকা। মুম্বইতে, প্রতি ১০ গ্রামের দাম ১৩৫,৮২০ টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার স্পট দাম প্রতি আউন্স ৪,৩৯২.৯৪ ডলারের নতুন সর্বোচ্চে পৌঁছেছে।
Venezuela US attack Gold price: ভেনেজুয়েলার একাধিক জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলা। তার সরাসরি প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে। খনিজ তেল থেকে শুরু করে সোনা-রুপোর দামে কী প্রভাব পড়বে, তা নিয়েই এখন তুঙ্গে জল্পনা।
সিগারেটের উপর শুল্ক আরোপ করেছে কেন্দ্র সরকার। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের পরেই বিভিন্ন সিগারেট প্রস্তুতকারক সংস্থার শেয়ারের দাম হু হু করে পড়ছে।
ইউটিউব এখন টাকা রোজগার করার দারুণ একটা মাধ্যম। আর সেই কারণে ইউটিউবে অনেকেই চ্যানেল করেছেন। তবে তাঁদের মধ্যে অনেকেই জানেন না কীভাবে এই প্ল্যাটফর্ম থেকে টাকা রোজগার করা যায়। আপনিও যদি ইউটিউব থেকে টাকা উপার্জন করতে চান তবে কিছু টিপস মাথায় রাখুন। যা আপনাকে দ্রুত টাকা রোজগার করার রাস্তা খুলে দেবে।