এখানে যে স্কিমের কথা বলা হচ্ছে, সেটি হল পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) স্কিম। এই স্কিমে কোনও ব্যক্তি কোটিপতিও হতে পারেন। তবে এর জন্য বিনিয়োগের ক্ষেত্রে ধারাবাহিকতা চাই।
8th Pay Commission update: প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগীদের জন্য বড় স্বস্তি প্রদান করে, কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনে পেনশন সংশোধনের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং বলেছে, এটি অন্যান্য ভাতার সাথে অষ্টম CPC-র সুপারিশের একটি অংশ হবে। আসলে, এর আগে ইউনিয়নগুলি সরকারকে চিঠি লিখে অনুরোধ করেছিল যে পেনশন সংশোধনও এতে অন্তর্ভুক্ত করা উচিত।
এই প্রথম মার্কিন ডলারের নিরিখে ৯০-এর গণ্ডি পার করল ভারতীয় রুপি। মুদ্রার পতন যে কোনও দেশের অর্থনীতির জন্যই অত্যন্ত খারাপ বলে বিবেচনা করা হয়। বিশেষজ্ঞরা বলেন, মুদ্রার পতন হলে তা দেশে মুদ্রাস্ফীতিসহ অসংখ্য ঝুঁকি তৈরি করে।
বিল পাসের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “কারগিল যুদ্ধের সময় বাজেটের অভাবে সেনাবাহিনী সঠিক অস্ত্র ও গুলি পায়নি। আমরা কোনোভাবেই পুনরায় সেই ভুল করতে চাই না।” নতুন সেস থেকে আসা অর্থ হবে , সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নয়ন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এমন একটা সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হল, যখন বাড়ির দাম ক্রমশই চড়ছে। নিঃসন্দেহে এটি গাড়ি-বাড়ি লোন সস্তা হওয়ার ইঙ্গিত।
রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তাদের পক্ষ থেকে ২৫ বেসিস পয়েন্ট কমানো হল রেপো রেট। এর ফলে রেপো রেট ৫.৫০ থেকে ৫.২৫ শতাংশে নেমে গেল। আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, তৎকাল হিসাবেই রেপো রেট কমিয়ে দেওয়া হবে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আজ রেপো রেট ঘোষণা করেছে। কমিয়েছে ২৫ বেসিস পয়েন্ট। যার ফলে সামান্য বেড়েছে নিফটি এবং সেনসেক্স। সেনসেক্স রয়েছে ২৬০৭৪ পয়েন্টে। বেড়েছে ৪১ পয়েন্ট। আবার সেনসেক্স ১৬২ পয়েন্ট বেড়েছে। এটি রয়েছে ৮৫,৪৩০.৩৮ বেড়েছে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মানিটরি পলিসির বৈঠক চলছে। এই বৈঠক শুরু হয়েছিল ৩ ডিসেম্বর। আর শুক্রবার, ৫ ডিসেম্বর এই বৈঠকের সিদ্ধান্ত সামনে আসবে। আজ আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা মানিটরি পলিসির ক্ষেত্রে যেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলি সম্পর্কে ঘোষণা করবেন। আর আশা করা হচ্ছে, এই সময় তিনি রেপো রেট সংক্রান্ত সিদ্ধান্তও জানাবেন।
সোনা ও রুপোর দামে উল্লেখযোগ্য ওঠানামা দেখা যাচ্ছে। বুধবার উভয় মূল্যবান ধাতুর দাম বৃদ্ধি পেলেও, বৃহস্পতিবার হঠাৎ করেই তা কমে গেল। রুপোর দাম অনেকটাই কমে যায়। MCX এক্সচেঞ্জে রুপোর দাম দুই শতাংশেরও বেশি বা ৪,০০০ টাকারও বেশি কমে যায়। এদিকে, সোনার দামও কমে, MCX সোনার দাম প্রায় ১,০০০ টাকা কমে যায়।
অষ্টম পে কমিশনের এখন শুধু বাকি রিপোর্ট পেশ করা। তারপর তা লাগু হয়ে যাবে। এখন প্রশ্ন হল, বাকি প্রক্রিয়াটি শেষ হতে কতদিন সময় লাগবে? কারণ ১৮ মাসের মধ্যে রিপোর্ট জমা দিতেই হবে। তারপর তা অনুমোদনের জন্য যাবে সরকারের কাছে। যদি লাগু হতে দেরি হয়, তাহলে কি ডিএ বা মহার্ঘ ভাতা পেতে থাকবেন কর্মীরা?
আজ ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তিনি দুই দিনের জন্য দেশে আসছেন। এই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বৈঠক করবেন। আর এই বৈঠকে প্রতিরক্ষা চুক্তি, বাণিজ্য চুক্তি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার রয়েছে সম্ভাবনা। পাশাপাশি এই সফরে পুতিন ইন্দো-রাশিয়া বিজনেস ফোরামের সামনেও নিজের বক্তব্য রাখবেন। তাই পুতিনের এই ভারত সফরের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্বই। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে আগ্রহও বেড়েছে। অনেকেই জানতে চাইছেন পুতিনের নেট ওয়ার্থ (Vladimir Putin Net Worth) ঠিক কত? সেই উত্তরটাই খোঁজার চেষ্টা হল।