scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

Central Govt DA Hike: পুজোর মুখে সুখবর! সরকারি কর্মীদের DA বাড়ল ৪%

Central Govt DA Hike: পুজোর মুখে সুখবর! সরকারি কর্মীদের DA বাড়ল ৪%
  • 1/8

7th Pay Commission, DA Hike: মোদী সরকার ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের উৎসবে উপহার দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ্য ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Central Govt DA Hike: পুজোর মুখে সুখবর! সরকারি কর্মীদের DA বাড়ল ৪%
  • 2/8

ডিএ (মহার্ঘ্য ভাতা) ৪ শতাংশ বৃদ্ধি করে ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করা হয়েছে। এই বৃদ্ধি জুলাই থেকে ডিসেম্বর ২০২২ পর্যন্ত বৈধ হবে। কর্মচারী ও পেনশনভোগীরা ৩৮ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা ও ত্রাণ সুবিধা পাবেন। এই বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের সুপারিশের অধীনে গৃহীত ফর্মুলার উপর ভিত্তি করে।

Central Govt DA Hike: পুজোর মুখে সুখবর! সরকারি কর্মীদের DA বাড়ল ৪%
  • 3/8

বর্তমানে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের ৩৪ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা দেওয়া হচ্ছে। কিন্তু মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকার তা ৪ শতাংশ বাড়িয়ে ৩৮ শতাংশ করেছে।

Advertisement
Central Govt DA Hike: পুজোর মুখে সুখবর! সরকারি কর্মীদের DA বাড়ল ৪%
  • 4/8

কেন্দ্রীয় কর্মচারীদের অক্টোবরের বেতনের সঙ্গে নতুন মহার্ঘ্য ভাতার পুরো অর্থ প্রদান করা হবে। অক্টোবর মাসে কর্মচারীদের বিগত ৩ মাসের সব বকেয়াও দেওয়া হবে।

Central Govt DA Hike: পুজোর মুখে সুখবর! সরকারি কর্মীদের DA বাড়ল ৪%
  • 5/8

মহার্ঘ্য ভাতা বাড়ানো হয়েছে ৪ শতাংশ। কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ৩৮ শতাংশে উন্নীত করা হয়েছে। মহার্ঘ্য ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন অনেকটাই বাড়ছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৪৭ লক্ষ সরকারি কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী।

Central Govt DA Hike: পুজোর মুখে সুখবর! সরকারি কর্মীদের DA বাড়ল ৪%
  • 6/8

বেতন কতটা বাড়ছে? 
ধরুন, একজন সরকারি কর্মচারীর মূল বেতন ৫৬,০০০ টাকা। তাহলে ৩৮ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা বাড়ানো হলে, ২১,২৮০ টাকা মহার্ঘ্য ভাতা হিসাবে পাওয়া যাবে। অর্থাৎ, প্রতি মাসে আরও ২,২৪০ টাকা যোগ করে পুরো বছরের হিসাব অনুযায়ী ওই কেন্দ্রীয় সরকারি কর্মচারির বেতন হবে ২১,২৮০ x ১২= ২,৫৫,৩৬০ টাকা। এর মানে, আগের তুলনায় বার্ষিক ভিত্তিতে তার ২৬,৮৮০ টাকা মাইনে বাড়ল।
 

Central Govt DA Hike: পুজোর মুখে সুখবর! সরকারি কর্মীদের DA বাড়ল ৪%
  • 7/8

ধরা যাক, একজন কর্মচারীর মূল মাসিক বেতন ১৮,০০০ টাকা। তাহলে ৩৪ শতাংশ হারে তিনি ৬,১২০ টাকা মহার্ঘ্য ভাতা পাবেন। কিন্তু মহার্ঘ্য ভাতা ৩৮ শতাংশে বাড়ানোর পর তিনি ৬,৮৪০ টাকা মহার্ঘ্য ভাতা হিসাবে পাবেন।

Advertisement
Central Govt DA Hike: পুজোর মুখে সুখবর! সরকারি কর্মীদের DA বাড়ল ৪%
  • 8/8

অর্থাৎ, যেখানে আগে মহার্ঘ্য ভাতা পাওয়া যেত ৬,১২০ x ১২= ৭৩,৪৪০ টাকা, ডিএ বাড়ানোর পরে, ওই কেন্দ্রীয় সরকারি কর্মচারির ৮২,০৮০ টাকা অর্থাৎ ৮,৬৪০ টাকা বাড়বে।

Advertisement