scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

মিলল না RBI-পূর্বাভাস, প্রথম ত্রৈমাসিকে GDP ১৩.৫%

GDP
  • 1/6

২০২২-২৩ অর্থ বর্ষের প্রথম ত্রৈমাসিক এপ্রিল থেকে জুনের মধ্যে ভারতের জিডিপি  (GDP) বৃদ্ধি পেয়েছে ১৩.৫ শতাংশ। বুধবার জাতীয় পরিসংখ্যান দফতরের  (NSO) তথ্যে এমনটাই জানা গিয়েছে।

GDP
  • 2/6

NSO-র তথ্য অনুযায়ী ২০২২-২৩ অর্থ বর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি ৩৬.৮৫ কোটি টাকায় পৌঁছবে বলে মনে করা হয়েছিল। ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে যা ছিল ৩২.৪৬ লক্ষ কোটি টাকা। 

GDP
  • 3/6

তবে প্রথম ত্রৈমাসিকের জিডিপি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) অনুমান অনুযায়ী হয়নি। এই মাসের শুরুতে মুদ্রানীতি সংক্রান্ত বৈঠকে এপ্রিল-জুন ত্রৈমাসিকে বৃদ্ধির হার প্রায় ১৬.২ শতাংশ হতে পারে বলে অনুমান করেছিল আরবিআই। 

Advertisement
GDP
  • 4/6

২০২১ সালে এপ্রিল-জুন ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ২০.১ শতাংশ।

GDP
  • 5/6

২০২২-২৩ অর্থবর্থের প্রথম ত্রৈমসিকে GDP ৬৪.৯৫ লক্ষ কোটি টাকা অনুমান করা হয়েছিল। ২০২১-২২-এর প্রথম ত্রৈমাসিকে এর পরিমান ছিল ৫১.২৭ লক্ষ কোটি টাক।

আরও পড়ুনবহু পদে নিয়োগ করছে SBI, দিতে হবে না পরীক্ষাও

GDP
  • 6/6

অন্যদিকে রিপোর্টে দেখা গিয়েছে কৃষি খাতে বৃদ্ধি হয়েছে ৪.৫ শতাংশ।   

Advertisement