Advertisement
অর্থনীতি

Gold Price Forecast 2025: এ বছরেই শীতকালে বিয়ে? ২০২৫-এর দ্বিতীয়ার্ধে সোনার দাম কত হতে পারে, পূর্বাভাস জেনে নিন

  • 1/10

সোনার দাম আকাশছোঁয়া চলছে। যখন তখন ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ টাকা হয়ে যেতে পারে? নাকি আরও কমে যেতে পারে? বিয়ের মরশুমে সোনার এই রকম দাম মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের কাছে বেশ চাপের। 
 

  • 2/10

এরই মধ্যে ICICI ব্যাঙ্ক গ্লোবাল মার্কেস-এর একটি সার্ভেতে যা তথ্য উঠে এল, তা আরও বেশ উদ্বেগের। গোটা বিশ্বে দেখা যাচ্ছে, সোনার দাম কমার একটি প্রবণতা দেখা গিয়েছে। ভারতেও জুন মাসে ০.৬ শতাংশ বেড়েছে দাম। কিন্তু ভাবাচ্ছে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধ। 

  • 3/10

বর্তমানে দেখা যাচ্ছে সোনার দাম মূলত ৯৬ হাজার ৫০০ থেকে ৯৮ হাজার ৫০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। কিন্তু সার্ভে বলছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধেই ১০ গ্রাম সোনার দাম অফিসিয়ালি ১ লক্ষ টাকা পেরিয়ে যেতে পারে। 
 

Advertisement
  • 4/10

সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, চলতি বছরের মে মাসে ভারতে সোনার আমদানি কমে দাঁড়িয়েছে প্রায় ২৫০ কোটি মার্কিন ডলারে। তার আগের মাসে, অর্থাৎ এপ্রিলে এই পরিমাণ ছিল ৩১০ কোটি ডলার। অর্থাৎ, দাম বেশি থাকার ফলে সাধারণ মানুষ সোনা কেনা কিছুটা কমিয়ে দিয়েছেন।
 

  • 5/10

তবে সোনার গয়নার চাহিদা কমলেও, বিনিয়োগের জন্য সোনায় আগ্রহ কিন্তু এখনও বেশ ভাল। মে মাসেই গোল্ড ইটিএফ বা এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে ২৯২ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে। আগের দুই মাসে যেখানে এই খাতে টাকা উঠিয়ে নেওয়া হচ্ছিল, সেখানে এবার আবার বিনিয়োগ শুরু হয়েছে। 
 

  • 6/10

এই প্রবণতা থেকে বোঝা যায়, গয়নার জন্য নয়, বরং ভবিষ্যতের জন্য নিরাপদ জায়গায় টাকা রাখার ভাবনা থেকেই অনেকেই এখন সোনাকে বেছে নিচ্ছেন। বাজারে অনিশ্চয়তা থাকুক বা মুদ্রার দামের ওঠানামা, সোনা এখনও অনেক ভারতীয়ের কাছে ভরসার জায়গা।
 

  • 7/10

সার্ভে রেজাল্ট বলছে, বিশ্ববাজারে সোনার দাম কমার প্রবণতা দেখা গেলেও, সোনায় লগ্নির পরিমাণ ব্যাপক ভাবে বেড়ে গিয়েছে। জুন মাসের শুরুতে SPDR গোল্ড ইটিএফ-এ যেখানে সোনার মজুত ছিল ৯৩০ টন, জুলাইয়ের শুরুতে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৮ টনে। অর্থাৎ বিনিয়োগকারীরা এখনও বড় আকারে সোনায় টাকা ঢালছেন। 
 

Advertisement
  • 8/10

এছাড়া গত এক মাসে ফিউচার মার্কেটে সোনার উপর ভিত্তি করে স্পেকুলেটিভ ‘নেট লং পজিশন’ বেড়েছে প্রায় ১৩,০০০ লট। এর মানে, অনেকেই মনে করছেন ভবিষ্যতে সোনার দাম আবার বাড়তে পারে।  বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা থাকলেও সোনা এখনও অনেকের চোখে লাভজনক ও নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবেই রয়ে গিয়েছে। 
 

  • 9/10

রিপোর্ট বলছে, বিশ্ববাজারে সোনার দামের ঊর্ধ্বগতি যে কিছুটা থেমেছে, তার মূল কারণ হল ভূরাজনৈতিক উত্তেজনার প্রশমন এবং আন্তর্জাতিক বাণিজ্যে কিছু ইতিবাচক অগ্রগতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে ইজরায়েল ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি, যার ফলে বিশ্ববাজারে ঝুঁকি কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 
 

  • 10/10

আবার মার্কিন যুক্তরাষ্ট্রও একাধিক দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পথে এগোচ্ছে, এতে করে ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধের ভয়ও কিছুটা হ্রাস পেয়েছে। রিপোর্টে বলা হয়েছে, 'যে কারণে সোনার দামে বড়সড় আরও কোনও লাফ আপাতত দেখা যাচ্ছে না, তার পেছনে রয়েছে ভূরাজনৈতিক উত্তেজনা কমে যাওয়া এবং সম্ভাব্য ট্রেড ওয়ার ২.০–এর ভয় অনেকটাই কেটে যাওয়া।' ২০২৫ সালে সোনার বাজারে কেমন দিক নির্দেশ থাকবে, তা নির্ভর করছে দেশীয় ও আন্তর্জাতিক, দুই রকম বিষয়ের ওপর। একদিকে দেশে সোনার দাম ধীরে ধীরে বাড়ছে এবং বিনিয়োগের চাহিদাও বেশ জোরাল রয়েছে, যা ভবিষ্যতে বাজারে বাড়তি গতি আনতে পারে।

Advertisement