Advertisement
অর্থনীতি

Gold, Silver Price Drop: ৩ দিনে ১০০০ টাকারও বেশি পড়ল সোনার দর, ৮০০ টাকা সস্তা হল রুপো

  • 1/8

Gold, Silver Rate: চলতি সপ্তাহে লাগাতার পড়ছে সোনা-রুপোর দাম। আজ নিয়ে টানা ৩ দিন পড়ল এই দুই মূল্যবান ধাতুর দর। আজ যদি সোনা-রুপোর গয়না অথবা কয়েন কেনার পরিকল্পনা থেকে থাকে, তাহলে কেনাকাটায় লাভবান হতে পারেন।

  • 2/8

টানা ৩ দিনের পতনে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১০০০ টাকারও বেশি কমেছে, সেই সঙ্গে কেজিতে ৮০০ টাকা সস্তা হয়েছে রুপোও। জেনে নিন এই দুই মূল্যবান ধাতুর সর্বশেষ দর...

  • 3/8

সোনার দামে ক্রমাগত পতন হচ্ছে। আজও সোনা-রুপো সস্তা হয়েছে। দিল্লির বুলিয়ন বাজারে সোনার দাম কমছে। আজ সোনার দাম ৬০,০০০-এর উপরে। গত এক সপ্তাহ ধরেই সোনা-রুপোর দামে অস্থিরতা চলছে।

Advertisement
  • 4/8

এ ছাড়া রুপোর দামও জানিয়ে রাখি। বিশ্ববাজারে বৃহস্পতিবার রুপোর দামও কমেছে, যার প্রভাব দেশীয় বাজারেও দেখা যাচ্ছে। দুই দিনে সোনার দাম কমেছে প্রায় এক হাজার টাকা।

  • 5/8

বৃহস্পতিবার দিল্লির বুলিয়ন বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৮০ টাকা কমে ৬০,০৭০ টাকা হয়েছে। পাশাপাশি, গত ট্রেডিং সেশনে, সোনা প্রতি ১০ গ্রামে ৬০,৫৫০ টাকায় বন্ধ হয়েছিল।

  • 6/8

এছাড়াও, রুপোর দামও প্রতি কেজিতে ৫৩০ টাকা কমে ৭২,৭৫০ টাকা হয়েছে। বিশ্ব বাজারে, সোনার দাম কমেছে। আজ বিশ্ব বাজারে সোনার দাম কমে ১,৯৭৫ ডলার প্রতি আউন্সে লেনদেন করছে।

  • 7/8

সোনার পাপাপাশি বিশ্ব বাজারে রুপোর দরও কমেছে। বিশ্ব বাজারে আজ রুপোর দর কমে প্রতি আউন্সে ২৩.৬০ ডলারে লেনদেন করছে। তবে বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে সোনা-রুপোর দাম ফের বাড়তে পারে।

Advertisement
  • 8/8

বৃহস্পতিবার, এশিয়ান ট্রেডিং-এ সোনার দামের পতন রেকর্ড করা হয়েছে। মার্কিন ডলারের ঊর্ধ্বগতিতে মূল্যবান ধাতুর দাম পরিবর্তিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী দুই সপ্তাহে সোনার দাম ১৯৬৫ ডলার থেকে ২,০২০ ডলার প্রতি আউন্সের মধ্যে থাকতে পারে।

Advertisement