scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

Gold, Silver Price Hike: চাহিদা ঊর্ধ্বমুখী, আজ ফের বাড়ল সোনা, রুপোর দাম!

Gold, Silver Price Hike: চাহিদা ঊর্ধ্বমুখী, আজ ফের বাড়ল সোনা, রুপোর দাম!
  • 1/8

বিশ্বজুড়ে এখন সোনা, রুপোর দামে চরম অস্থিরতা চলছে। গত সপ্তাহে সোনার দামে লাগাতার পতন ধরা পড়েছে। ওই ৭ দিনে প্রায় ৪ হাজার টাকা কমেছিল সোনার দর।

Gold, Silver Price Hike: চাহিদা ঊর্ধ্বমুখী, আজ ফের বাড়ল সোনা, রুপোর দাম!
  • 2/8

তবে বিগত ২ দিন ধরে সোনা, রুপোর চাহিদা ফের ঊর্ধ্বমুখী! এর ফলে শেষ দুদিন ধরে ক্রমশ বাড়ছে সোনার দর। আজ নিয়ে চলতি সপ্তাহে মোট ৩ দিন বাড়ল সোনার দর।

Gold, Silver Price Hike: চাহিদা ঊর্ধ্বমুখী, আজ ফের বাড়ল সোনা, রুপোর দাম!
  • 3/8

বিশ্ববাজারে দাম বাড়ার কারণে শুক্রবার ভারতের বাজারেও বেড়েছে সোনা-রুপোর দাম (Gold-Silver rate Hike)। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দর আবারও ৫২ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

Advertisement
Gold, Silver Price Hike: চাহিদা ঊর্ধ্বমুখী, আজ ফের বাড়ল সোনা, রুপোর দাম!
  • 4/8

শুক্রবার সকাল ৯টা ১০ মিনিট নাগাদ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার ফিউচার দাম প্রতি ১০ গ্রামে ৩০৮ টাকা বেড়ে ৫৭,০৭৫ টাকা দাঁড়িয়েছে।

Gold, Silver Price Hike: চাহিদা ঊর্ধ্বমুখী, আজ ফের বাড়ল সোনা, রুপোর দাম!
  • 5/8

এক্সচেঞ্জে এ দিন লেনদেনের শুরুতে, সোনার দাম ৫১,৭০২ টাকায় খোলে। এরপর বাড়তি চাহিদার কারণে হলুদ ধাতুর দাম বাড়তে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই তা ৫২ হাজার টাকার স্তর অতিক্রম করে।

Gold, Silver Price Hike: চাহিদা ঊর্ধ্বমুখী, আজ ফের বাড়ল সোনা, রুপোর দাম!
  • 6/8

শুক্রবার সকালে রুপোর সূচনা বেশ শক্তিশালী ছিল এবং প্রতি কেজিতে দাম বেড়ে ৬৯,৬৬৩ টাকায় খোলে। বেলা যত গড়িয়েছে, বিনিয়োগকারীরা কিছু বিক্রি করে লাভ নিশ্চিত করা শুরু করেন। তা সত্ত্বেও, রুপোর দর ১৩০ টাকা বেড়ে প্রতি কেজিতে ৬৯,৪৫০ টাকায় লেনদেন করছে।

Gold, Silver Price Hike: চাহিদা ঊর্ধ্বমুখী, আজ ফের বাড়ল সোনা, রুপোর দাম!
  • 7/8

বিশেষজ্ঞদের মতে, রাশিয়া-ইউক্রেন সংকটের মধ্যে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম বৃদ্ধির কারণে বিশ্ববাজারে বিনিয়োগকারীরাও সোনা-রুপোর ক্রয় বাড়াচ্ছেন।

Advertisement
Gold, Silver Price Hike: চাহিদা ঊর্ধ্বমুখী, আজ ফের বাড়ল সোনা, রুপোর দাম!
  • 8/8

বিশ্ববাজারে যেখানে সোনার দাম ০.২২ শতাংশ বেড়ে ১৯৬২.৮৫ ডলার প্রতি আউন্স হয়েছে, সেখানে রুপোর দামও ০.১৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ২৫.৯৬ ডলারে বিক্রি হচ্ছে।

Advertisement