scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

এই সরকারি স্কিমে এক বছরে ৬৫ লক্ষ গ্রাহক! কেন?

পেনশন
  • 1/8

ভবিষ্যতের চিন্তা সকলেরই হয়। যখন কাজ করার সামর্থ্য থাকবে না তখন জমানো টাকা আর পেনশন ভরসা। এর জন্য কম বয়স থেকেই অনেকে পেনশন স্কিমে টাকা রাখেন।

পেনশন
  • 2/8

গত ১ বছরে ন্যাশাল পেনশন স্কিম এবং অটল পেনশন যোজনায় ২২ শতাংশ গ্রাহক বেড়েছে। এখন সব মিলিয়ে মোট ৪কোটির বেশি মানুষ এর সঙ্গে জড়িত। এমনটাই জানিয়েছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA)

পেনশন
  • 3/8

PFRDA জানিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অটল পেনশন যোজনায় মোট গ্রাহক সংখ্যা ২ কোটি ৭২ লক্ষ। গত বছর যা ছিল ২ কোটি ৭ লক্ষ। গত বছর করোনার কারণে আমদানি কম হলেও বহু মানুষ এই যোজনায় টাকা রেখেছেন। এখানে বেসরকারি চাকুরে এবং ব্যবসায়ীরা টাকা রাখতে পারেন।

Advertisement
পেনশন
  • 4/8

এই স্কিমে ন্যূনতম পেনশনের গ্যারান্টি রয়েছে। আপনার বয়স ১৮ থেকে ৪০-এর মধ্যে হলে আপনি স্কিমের অন্তর্ভুক্ত হতে পারেন। প্রতি মাসে নির্ধারিত টাকা রাখলে ৬০ বছর বয়সের পর থেকে পেনশন পাবেন।

পেনশন
  • 5/8

এই স্কিমে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়া যাবে। ১৮ বছরের কোনও যুবক যদি ৫০০০ টাকা পেনশন চান, তাঁকে মাসে ২১০ টাকা জমা করতে হবে।

পেনশন
  • 6/8

কোনও কারণে গ্রাহকের মৃত্যু হলে তাঁর স্বামী বা স্ত্রী এই পেনশন পাবেন। যদি দু জনের মৃত্যু হয় সে ক্ষেত্রে নমিনি পুরো টাকা পাবেন। ফলে টাকা মার যাওয়ার কোনও সম্ভাবনা নেই।

পেনশন
  • 7/8

২০১৫ সালে এই স্কিম চালু করে কেন্দ্র। ৬০ বছরের পর নিয়মিত আয়ের জন্য ১৮ থেকে ৪০ বছর বয়সি যে কেউ এতে নিবেশ করতে পারেন। অন্তত পক্ষে ২০ বছর স্কিমে টাকা রাখতে হবে।

Advertisement
পেনশন
  • 8/8

যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকলে আপনি একে নিবেশ করতে পারেন। ব্যাঙ্কে সরাসরি গিয়ে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই স্কিমে আপনি নিবেশ করতে পারেন। মাসিক, ত্রৈমাসিক এবং ষান্মাসিক স্কিমে টাকা রাখা যেতে পারে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা পেনশন স্কিমে চলে যাবে। এতে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত কর বাঁচাতে পারবেন। বাকি খবরের জন্য এই লিঙ্কে গিয়ে দেখতে পারেন http://www.dif.mp.gov.in/FI_Plan_MP/APY/APYSchemeHindi.pdf

Advertisement