আরও একটি সরকারি সংস্থাকে বন্ধ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। মঙ্গলবারের ক্যাবিনেট বৈঠকে দীর্ঘদিন ধরে লোকসানে চলতে থাকা দ্য হ্যান্ডিক্র্যাফ্টস অ্যান্ড হ্যান্ডলুমস এক্সপোর্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডকে বন্ধ করার সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় সরকার। (ফাইল ছবি)
প্রধানমন্ত্রীর পৌরহিত্যে ওই বৈঠকে HHEC-কে বন্ধ করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। (ফাইল ছবি)
২০১৫-১৬ অর্থ বর্ষ থেকে লাগাতার লোকসানে চলছে সংস্থাটি। এমনকি সংস্থা পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন তাও যোগার হচ্ছিল না। সংস্থাটির পুনরায় চাঙ্গা হওয়ার সম্ভাবনাও যথেষ্টই কম বলে মনে করছে সরকার। সে কারণেই এটিকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।(ফাইল ছবি)
সংস্থাটিতে ৫৯ জন কর্মী এবং ৬ জন ম্যানেজমেন্ট ট্রেনি রয়েছেন। প্রত্যেকেই স্বেচ্ছাবসারের সুযোগ দেওয়া হবে বলে জানা যাচ্ছে। (ফাইল ছবি)
বস্ত্রমন্ত্রকের অধীনস্থ এই সংস্থাটি ভারতীয় হ্যান্ডলুম, সাজসজ্জা, উপহার, প্রাচীন সামগ্রী, চামড়ার সাজসজ্জা, রত্ন ও গহনা, এবং লৌহ হস্তশিল্পের কারবারে সঙ্গে যুক্ত। (ফাইল ছবি)